রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার 

র্যাব- ১২ কুষ্টিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধর্মপাড়ায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা কারাগার হতে পালিয়ে যাওয়াসহ ২৫ মামলার  আসামি  সামিরুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

র্যাব- ১২ কুষ্টিয়া জানায়, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়। আসামি পলানোর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা করা হয়। 

এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার (৪ সেপ্টেম্বর) পলাতক আসামি সামিরুলকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মো. সামিরুলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা  রয়েছে।

টিএইচ